শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিঘুর্ম শহরনামা

টিপু সুলতান
  ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নিঘুর্ম শহরনামা, ওপাশে শালবনের অরণ্য

জ্যোৎস্নার আলো খসে পড়ে পাতার পলেস্তরায়-

নিজর্ন উপত্যকা-মৃদু স্রোতে বিউগল বাজে

ব্যাঙ ও মাছ শোনে গান; কালকীট শেয়াল দঁাড়ানো

ঝরাপাতার বুক চেপে কুয়াশা রাত পোহায়-

বুঁদ হয় অন্তঃপুরের বিবণর্ ব্যস্ত দেয়াল।

ধুলোর প্রাসাদে অধর পথ, বন্দরে নাভিমূল বাড়ি

তার পাশে ষষ্ঠ ঋতুর অঙ্গন, আংটি বঁাকা মাঠ-

ফুলের গুঞ্জন-বৃদ্ধ মৌমাছি-পাখাহীন পোস্টার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<28050 and publish = 1 order by id desc limit 3' at line 1