বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
গ্রন্থালোচনা

বাংলাসাহিত্যে সিলেটিদের গৌরবগাথা

নতুনধারা
  ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বাংলাসাহিত্যে সিলেটিদের গৌরবগাথা একটি গবেষণাধমীর্ গ্রন্থ। সিলেটের সাহিত্য ও সাহিত্যিকদের সম্পকের্ আলোচনা করতে গিয়ে লেখক পুরো বাংলাসাহিত্যের ইতিহাসের বণর্না করেছেন। কারণ সিলেটি নাগরীলিপি ছাড়া অন্যরা তো বাংলাসাহিত্যেরই কাজ করেছেন। চযার্পদের কবিদের অনেকেই ছিলেন সিলেটি। একই সাথে বৈষ্ণব পদাবলির মূল সত্তা চৈতন্যদেব এবং বিজ্ঞানকাব্যের সাম্প্রতিক ব্যক্তি কবি হাসনাইন সাজ্জাদীও সিলেটের সন্তান। আলোচ্য গ্রন্থটিতে নানা অধ্যায়ে বেশ গুরুত্বপূণর্ তথ্য তুলে ধরা হয়েছে। অধ্যায়গুলো হচ্ছেÑ বাংলাসাহিত্যে সিলেট, বাংলাকাব্যের বিবতর্ন, মধ্যযুগের বাংলা কাব্য, বৈষ্ণব পদাবলি কাব্য, সিলেটের ফারসি চচার্র মৌলিকত্ব ও লৌকিকত্ব, বাংলাসাহিত্য সাধনায় সিলেটের নারীসমাজ, হাসনাইন সাজ্জাদী : বিজ্ঞান কবিতায় যুগ স্রষ্টা থেকে বিজ্ঞানবাদের দাশির্নক এবং বাংলা সাহিত্যে সিলেটিদের পদছায়া। বাংলাসাহিত্যের জন্ম থেকে শুরু করে বতর্মান বিজ্ঞান যুগের বিজ্ঞান কাব্যচচার্র আন্দোলন পযর্ন্ত সিলেটিদের কোথায় কোথায় এবং কীভাবে ভ‚মিকা রয়েছে তার সবই জানা যাবে গ্রন্থটি পাঠ করে। এরমধ্যে দিয়ে বাংলা সাহিত্যকেই জানা হয়ে যাবে এমনভাবে লেখা হয়েছে গ্রন্থটি।

অধ্যাপক সাদাত উল্লাহ খান যেমন তার ভ‚মিকায় লিখেছেন; সিলেট বাংলাসাহিত্যের উবর্রভ‚মি। চযার্পদ থেকে শুরু করে মঙ্গলকাব্যে সিলেটের জয়জয়কার ছিল। বতর্মানে যে, পঁুজিবাদের বিপরীতে বিজ্ঞানবাদ নামে একটি রাজনৈতিক দশের্নর কথা শোনা যাচ্ছেÑ তাও সিলেটের সন্তান বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদীর উপস্থাপিত। একই সঙ্গে বাংলা কাব্যের বঁাক পরিবতের্ন বিজ্ঞান কবিতা একটি আলোচিত বিষয়। কবিতায় উপমা, উৎপ্রেক্ষাও চিত্রকল্পে বিজ্ঞানের প্রয়োগ বিজ্ঞান কবিতার বৈশিষ্ট্য।

লেখকের ভাষ্যমতে, সিলেট, শিলচর ও আসামের পাহাড়ে বসে বৌদ্ধ সহজিয়ারা চযার্পদ রচনা করেন। সিলেটের মাটি ও মানুষের কথা বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ আসাদ্দর আলী চযার্পদে সিলেটি ভাষাগ্রন্থে বিস্তারিতভাবে দেখিয়েছেন। সিলেটিদের নিজস্ব বণর্মালা ‘সিলেটি নাগরী লিপি’র কথাও উল্লেখ আছে আলোচ্য গ্রন্থটিতে। আর গুরুত্বসহকারে আলোচিত হয়েছে হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞানবাদ বিজ্ঞান কাব্যতত্ত¡ ও সাবলীল ছন্দ বিষয়ে। লোকসংস্কৃতি লোকসাহিত্য, ইসলামী দাশির্নক দেওয়ান মো. আজরফ এবং মরমী সাধক হাসনরাজার মূল্যায়ন গ্রন্থটিকে অনন্য সাধারণের মযার্দা দেবে। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।

বাংলাসাহিত্যে সিলেটিদের গৌরবগাথা

লেখক : বায়েজীদ মাহমুদ ফয়সল

প্রকাশক : পাÐুলিপি প্রকাশন

মূল্য : ২০০ টাকা

শেখ সাদী মারজান

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<29205 and publish = 1 order by id desc limit 3' at line 1