logo
বৃহস্পতিবার ২১ মার্চ, ২০১৯, ৭ চৈত্র ১৪২৫

  মিল্টন বিশ্বাস   ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০  

শেখ হাসিনা অবিনাশী জাগরণ!!

এদেশের সবটুকু সময় দিয়েছেন অমৃত করে

চেয়ে আছে পৃথিবী তাই আপনার শানিত চোখের দিকে।

কতটা কষ্ট নিয়ে আপনার সেই ৮১-তে ফিরে আসা

কতটা কষ্ট লুকিয়ে আপনার সেই এগিয়ে চলা।

দিন গেছে আবার নতুন সূযর্ এসে ভেঙেছে স্বপ্ন দু’চোখের

কখনও কেটেছে একাকী কারাগারে সবুজ ঘাসের দিকে চেয়ে।

শাসকের দ্বারে দঁাড়িয়ে করেছেন শুভবোধের অপেক্ষা

কখনো বা কোলাহলে গেছে ভেঙে হেঁটে চলার ধৈযর্

দেখেছেন কতশত গোধূলিতে পাখির পালক গেছে ঝরে

মানুষ হয়েছে দ্বিখÐিত কদাকার ও কঠিন মুখোশ তাপে

তবু চলার পথে স্মরণে এনেছেন বঙ্গবন্ধুর নিভীর্ক তাপিত দীপ্তি।

এই বাংলা, এই সবুজ বাংলার কোলে যে শিশুর দুরন্ত ছুটে চলা

এই বাংলা যার পাহাড় আর সমুদ্রের বিলসন রেখা

যেখানে ঘর গেছে ঘরের ভেতর, যেখানে নদীরা দেখেছে জীবনের জয় আর পরাজয়

বাংলা ছিল প্রতীক্ষায়, বহু যুগ গেছে ঢেউ হারিয়েছিল তার নীলাকাশ

আজ সেই বাংলার প্রতিটি গাছের পাতা পেয়েছে আপনার হাতের পরশ।

রক্তচক্ষু ব্যঙ্গ করে সকাল-বিকেল-সন্ধ্যা-রাতে এসেছে ভরে আনন্দ-উঠোন

বিশ্বে ছড়িয়ে গেছে একটি শপথ একটি পাথেয় যা অনন্ত আপসহীন রঙিন

যার শুরু আছে কিন্তু শেষ হবে মুক্তির অবিনাশী পাথুরে সত্তার নৌকো জাগরণে

আর যার ভেতরে শতজলের নিঙড়ে আসা আলোর শিখা থাকবে যতনে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে