শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা অবিনাশী জাগরণ!!

মিল্টন বিশ্বাস
  ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

এদেশের সবটুকু সময় দিয়েছেন অমৃত করে

চেয়ে আছে পৃথিবী তাই আপনার শানিত চোখের দিকে।

কতটা কষ্ট নিয়ে আপনার সেই ৮১-তে ফিরে আসা

কতটা কষ্ট লুকিয়ে আপনার সেই এগিয়ে চলা।

দিন গেছে আবার নতুন সূযর্ এসে ভেঙেছে স্বপ্ন দু’চোখের

কখনও কেটেছে একাকী কারাগারে সবুজ ঘাসের দিকে চেয়ে।

শাসকের দ্বারে দঁাড়িয়ে করেছেন শুভবোধের অপেক্ষা

কখনো বা কোলাহলে গেছে ভেঙে হেঁটে চলার ধৈযর্

দেখেছেন কতশত গোধূলিতে পাখির পালক গেছে ঝরে

মানুষ হয়েছে দ্বিখÐিত কদাকার ও কঠিন মুখোশ তাপে

তবু চলার পথে স্মরণে এনেছেন বঙ্গবন্ধুর নিভীর্ক তাপিত দীপ্তি।

এই বাংলা, এই সবুজ বাংলার কোলে যে শিশুর দুরন্ত ছুটে চলা

এই বাংলা যার পাহাড় আর সমুদ্রের বিলসন রেখা

যেখানে ঘর গেছে ঘরের ভেতর, যেখানে নদীরা দেখেছে জীবনের জয় আর পরাজয়

বাংলা ছিল প্রতীক্ষায়, বহু যুগ গেছে ঢেউ হারিয়েছিল তার নীলাকাশ

আজ সেই বাংলার প্রতিটি গাছের পাতা পেয়েছে আপনার হাতের পরশ।

রক্তচক্ষু ব্যঙ্গ করে সকাল-বিকেল-সন্ধ্যা-রাতে এসেছে ভরে আনন্দ-উঠোন

বিশ্বে ছড়িয়ে গেছে একটি শপথ একটি পাথেয় যা অনন্ত আপসহীন রঙিন

যার শুরু আছে কিন্তু শেষ হবে মুক্তির অবিনাশী পাথুরে সত্তার নৌকো জাগরণে

আর যার ভেতরে শতজলের নিঙড়ে আসা আলোর শিখা থাকবে যতনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<30348 and publish = 1 order by id desc limit 3' at line 1