logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  সাইফুজ্জামান   ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০  

সবুজ প্রজাপতি

একটি সবুজ প্রজাপতি মাঝে মধ্যে সবুজ ঘাসে উড়ে বেড়ায়

আমি জানালা দিয়ে আলতো করে তাকে দেখি ধীর স্থির;

সে সবুজ ঘাসে পা ডুবিয়ে হঁাটে ফুলে ফুলে ঘোরে ওড়ে।

ঘাসে শিশির জমে, তার গায়ে পায়ে পাখায় পরশ বোলায়Ñ

সবুজ প্রজাপতি লাল, হলুদ, সাদা ফুলের রেণু গায়ে মাখে

সব সময় প্রজাপতিটাকে দেখতে পাওয়া যায় না

আমি ক্যামেরার দুই চোখে হাত রেখে তাকিয়ে দেখি

সে উড়ে চলে, দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়ায় সারাক্ষণ

সকালে কুয়াশা হিম বাতাসে মাঝে মধ্যে জানালা বন্ধ রাখতে হয়

তখন আমি বঞ্চিত থাকি, দূরে কোথাও সে ওড়ে

আমার চোখের অসুখ সারাতে সবুজের পরিচযার্র পরামশর্ দিয়েছেন চিকিৎসক

খালি পায়ে সবুজ ঘাসে আমি হঁাটি, ক্লান্তি আমাকে দখল করে নেয়

তখন কোন সবুজ প্রজাপতি খঁুজি ফুল বাগানে

সেই সবুজ প্রজাপতিকে এখন কোথাও পাইনা

একটি সবুজ প্রজাপতি নিয়ম করে সবুজঘাসে ওড়ে

তার মন খারাপ হলে সে উড়ে আসে ফুলেফুলে

তার উড়ে বেড়ানো কোনো কল্পকাহিনী নয়, সত্যি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে