logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  আয়েশা মুন্নি   ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০  

দৈব আতির্

নকশা জলছবির রেড

অক্সাইড, ঊধ্বর্মুখী আকাক্সক্ষা

হৃদপ্রবালের ভীষণ মায়ায় অলৌকিক মৃত্যু।

সময়ের প্রলম্বিত আশ্বাসে ঘোলাটে প্রতিবিম্ব

নিভৃত মুগ্ধতার প্রণয়ে, নীলের গভের্ হারিয়ে

প্রণয় শিল্প ওঠে অজান্তেই শিউরে।

শ্বেত শুভ্র নেশার উন্মাদনায় অপূণর্তার মৃত্যু।

অঙ্কুরোদগম সবুজ সোনালি স্বপ্নরা দুবির্নীত

নৈঃশব্দ ক্ষিপ্রতায় চালায় আঙ্গুল।

নক্ষত্রকুচির রক্ততিলক দ্যুতিতে যে হৃদয়

সাদাকালোর চিত্রশালায় তা শতাব্দীর ক্যানভাস।

লাজহীন ম্যানুফেস্টো প্রাণের কণিকায় জাগে

অপাথির্ব অস্তিত্বে নারী-পুরুষ সংজ্ঞাভিধান মুখ।

রূপক ভ‚গোলে ঘড়ির পেÐুলামে বিস্ময়কর মৃত্যু

সময়ের প্রলম্বিত আশ্বাস, শীতের ঠাÐা প্রদোষ

স্রোতঃস্বিনী রুপালি রাতে, উদ্দীপ্ত নিঃশ্বাসে

সুগন্ধি ফুল মেঘ অরণ্যে হারিয়ে, নীল কষ্ট জলে

ভেসে ভেসে, নিষ্ঠুরতার রাজসিক প্রতিশ্রæতিতে...

মনুষ্যনীতির অন্তরালে জন্ম নেয় রুগ্ণনীতি।

লক্ষ কোটি বছরের স্বেদ, কান্না, রক্তস্নান

ঘূণির্পাক তীথর্জুড়ে হোক সবার্ত্মকরণ শুদ্ধস্নান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে