logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  এমরান হাসান   ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০  

পৌষের দিনে

হতে পারতো... এসব গল্প পোড়ানো সকাল

তোমারই মতোন বিশ্বাসঘাতক।

হতে পারতো... আমার নিঘুর্ম চোখ দেখে

পালিয়ে যাচ্ছে আনন্দিত জোনাকি।

একা হঠাৎ বায়োস্কোপের ভেতর

ঢুকে পড়ি উদোম শরীরে

রঙচঙা ফানুসের সাথে চোখ সাজাই।

ভুলের নেপথ্যে গিয়েও শেষবার

তুলে আনি গুচ্ছ গুচ্ছ পরাবাস্তবতা

ঘুমের শহর দেখেই যাই পেরিয়ে

সুবহে সাদিকের সঁাকো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে