logo
বৃহস্পতিবার ২১ মার্চ, ২০১৯, ৭ চৈত্র ১৪২৫

  সমীর আহমেদ   ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০  

প্রেম সিরিজ ৫৫

রোগশয্যার পাশে ক্লান্ত-উদ্বেগ চোখে জমে আছে রাতের কুয়াশা।

অন্ধকারে বেদনার ডালে ফুটে আছো আশ্চযর্ কুসুম! যদিও বিষণœ,

করুণ; তবু ভেতরের মোহময় মধুর সুবাসে অস্থির এ মৌমাছি-মন।

জানি সে পাবে না ঠঁাই কোথাও এই পরদেশী ফুলে। তবু বাম পাজর

থেকে উড়ে যায় অভিমানী মেঘ। সাহারা মরুতে আজ সে গোপনে

তুমুল বৃষ্টি ঝরাবেই। কী অথর্হীন পৃথিবীর এসব ক্রন্দন! তবু চোখের

ক‚লে ও জলে ঢেউ তুলে জেগে থাকে অনন্ত তিয়াসা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে