logo
রোববার ২৬ মে, ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  সমীর আহমেদ   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

প্রেমপর্ব ৮০

পৃথিবীর প্রত্নকাননে ফুটে আছে প্রণয়ের নিষিদ্ধ কুসুম,

তারই সুবাসে সময় বৃক্ষের পাতার আড়ালে বারবার

ডেকে ওঠে বিবাগী কোকিল। পরাণ আকুল করা এই সুরে

\হআমার কেন মনে পড়ে তাহার নাম? কারা এতো

লিখে রাখে নাম ধাম রক্তজবায়, গোলাপ পাপড়ির ভাঁজে?

লাইলী-মজনু, রোমিও-জুলিয়েট; আরও কতোজন অগণন

কাঁটার ভাঁজে নীরবে ফোটায়ে গেছে রক্তগোলাপ! আমার

বুকের ভেতর গুঞ্জরণ তুলে প্রণয়ের অবুঝ অন্ধ মৌমাছি।

পৃথিবীর কণ্টকাকীর্ণ ডালে ফুটে আছে সব আশ্চর্য মায়াবী

কুসুম। শুধু হৃদয়ের রক্তকাঁটায় আজও ফুটলেনা তুমি!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে