শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৈশাখের অভিকর্ষ

গোলাম কিবরিয়া পিনু
  ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

বৈশাখে চনমনে হয়ে ওঠে

ত্রসরেণু মেখে তরুরাজ!

আর আমি মেদামারা হয়ে

কাঁকুরে মাটিতে পড়ে থাকবো?

সেবন্তীও ডাকে-

অঙ্কুরোদ্গমের কী চঞ্চলতা আজ চারদিকে!

আমের মুকুল আম্রশাখায় উজ্জ্বল

তরমুজ বনে কৈরবীও-

তিমির সরিয়ে

কিরণমন্ডিত!

আর আমি জড়িয়ে জড়তা

চৈতন্য হারিয়ে

জায়ফলের বনে!

বৈশাখের অভিকর্ষ আর তার রোদ

বোধভাষ্যি নিয়ে-

সংবেদী করতে পারে না?

আমি কি এতই বেহুঁশ ও অসাড়!

আমি কি টগবগে হতে পারি না ঋতুসন্ধিতে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45040 and publish = 1 order by id desc limit 3' at line 1