logo
মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

  গুলশান ই ইয়াসিন   ১২ এপ্রিল ২০১৯, ০০:০০  

সুধা রসে

চুপ দুপুরে বড় পুকুরে

ছেলে মেয়েদের নাওয়া

ফর ফর বাতাস সোঁদা সুবাসে

তড়িৎ চলে খেয়া।

ফাঁক সবুজে বন তাপসে

কুহু কুহু ডাকা

রং আকাশে দূর বাতাসে

রোদ কন্যা আঁকা।

রোদ কন্যা জোয়ার বন্যা

মেঘ ছুটেছে ইয়ে-

আশার খেয়া বারে বারে

সুধা রসে ভরে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে