logo
সোমবার ২২ জুলাই, ২০১৯, ৭ শ্রাবণ ১৪২৬

  চঞ্চল শাহরিয়ার   ১২ এপ্রিল ২০১৯, ০০:০০  

পহেলা বৈশাখ

পান্তা ইলিশে উৎসবমুখর পহেলা বৈশাখ

বটতলার মেলায় গিয়ে আমিও মজেছি

বাউল গানের আসরে মুড়ি মুড়কির আয়োজনে

দেখেছি হলুদ শাড়িতে তোমার বৈশাখি আল্পনা।

তারপর ঘাটে বসে আঁকি কারও খুনসুটি

আঁকি পুতুল নাচের ইতি কথা

আঁকি নাগরদোলার সুখ স্মৃতি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে