logo
মঙ্গলবার ২০ আগস্ট, ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

  স্বপ্নীল ফিরোজ   ১০ মে ২০১৯, ০০:০০  

মূর্তিগুলো সবুজ রঙের

তুমি কি সত্য শুনতে চাও? কিংবা চাও মুখোমুখি দাঁড়াতে?

যে তামার মূর্তিগুলো সবুজ রং ধারণ করে আছে, ওটা কি

সত্যি সবুজ? সময় সেখানে ঘুমিয়ে আছে, জৌলুসহীন। আমি

গাইতে চাই তার ঘুম ভাঙানিয়া গান; বিস্ময়কর বেদনা-মধুর।

তুমি শোনবে? সবচেয়ে মূল্যবান হীরক তৈরি হতে পারে,

পৃথিবীর এত ঐশ্বর্য নেই বিনিময়ের। নক্ষত্রের আলো

\হজোনাকির মতো মিটিমিটি জ্বলে। সত্য, দূরত্বের ধুলো

আমাদের চোখে ছানি। আমার গান জড়িয়ে যাচ্ছে

আপেলের লাল রঙে!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে