শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদীর রক্তে বিষাদ

আব্দুর রাজ্জাক
  ১৭ মে ২০১৯, ০০:০০

অদ্ভুত প্রহর চেপেছে

রোদ্দুর মুখে

নদী-নালার রক্তে জমেছে বিষাদ।

চৈত্রের রোদে প্রেমের দুয়ার বন্ধ

প্রজাপতি উড়ে গেছে

নীল দরিয়ায়।

\হ

কে নিল কেড়ে

সীমাহীন আকাশ, মানুষের ফুলশয্যা

রানুর নিটোল দেহ, মাটির উর্বর

আর প্রেম ও প্রীতির নির্যাস!

বিক্ষুব্ধ জীবন ফিরে চায়

শৈশবের মাঠ, নদীর ঘোলা জল

একটি রঙিন খোলা চিঠি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49701 and publish = 1 order by id desc limit 3' at line 1