logo
শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

  জাহানারা জানি   ১৭ মে ২০১৯, ০০:০০  

ঘুম আসে না

ঘুম আসে না আমার ঘুম আসে না

বিবর্ণ এই পৃথিবীর বুকে।

বৃক্ষহীন প্রান্তরে কপোত কাঁদে ভয়ে-

প্রখর তাপে জ্বলে চিত্ত সদাই,

মোনালোয়ার অগ্নি জ্বলে দু'চোখে

ঘুম আসে না আমার ঘুম আসে না

বিশ্বময় হিংস্র শকুন ওড়ে লক্ষ লাশ খায় ছিঁড়ে ছিঁড়ে

জীবেরা নিস্তব্ধ যেন সব নির্বাক নীলের মতো

বীভৎস বিস্ফোরণ ঘটে ক্ষুদ্র বুকে

দাবানল জ্বলে প্রতিবাদে ঘুম আসে না, আমার ঘুম আসে না

মিসাইলে মিসাইলে কম্পমান বিশ্বের আকাশ মাটি

গ্রহ নক্ষত্র ছিটকে পড়ে সব বিক্ষিপ্ত অভিযোগে

ক্ষুধার্ত জীবের আর্তনাদ ভাসে ইথারে ইথারে

যেন ১৯৪৫ দেয় হাতছানি অতীত হিরোশিমা থেকে

মধ্য প্রহরে কাঁদে শোকার্ত কারবালা

বিশ্ব জ্ঞানভান্ডার আজ মহাশ্মশান খোলা

পবিত্র নাজাবে দেখে আজাব-

ভিতরে ফুকরে কাঁদে বসনিয়া রাত

ভাবনা আমার এলোমেলো সব, অনিশ্চিত আঁধারে ছোটে

নতুন দিগন্ত খুঁজি তবু আমি বিশ্বাসের দৃঢ় দুই চোখ,

শান্তির নিশান ওড়ে সেই পথে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে