logo
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯, ৭ অগ্রহায়ণ ১৪২৬

  ফারুক আফিনদী   ২১ জুন ২০১৯, ০০:০০  

শব্দ

যখন দেখছিলাম না আর তোমাকে

ভালোবাসার শব্দগুলো আসছিল না কানে

চোখ বন্ধ করে শুয়ে পড়লাম

সোজা

সব কিছু যেন 'নাই' হয়ে গেল

শূন্য হয়ে উঠলো সব

শরীরশূন্য শব্দশূন্য হৃদয়শূন্য

আর কানে ধীরে ধীরে আসতে লাগলো গমগম আওয়াজ

প্রেমের শব্দ

এর পর দীর্ঘ শুয়ে রইলাম

তোমাকে নিয়ে শুয়ে থাকার আনন্দে

অন্ধকারে, চোখ বন্ধ করে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে