logo
শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

  মাহমুদুজ্জামান জামী   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

হঠাৎ বৃষ্টি এলো

একটু আগের রোদ কোথায় চলে গেল।

এখন চারিদিকে বৃষ্টির শব্দ শুধু,

তীব্র গরমে আবারও প্রশান্তি নিয়ে এলো-

\হ-বৃষ্টি; বৃষ্টি যেন

কবেকার সন্ধ্যার মতো

\হমনে চঞ্চল প্রবাহ,

জানালায় গোলাপের কাছে

বৃষ্টির প্রভূত সংবাদ

হৃদয়ের অভোলন পঙ্‌ক্তি হয়েছে,

আজ বৃষ্টির দিনে

পথ-ঘাট খালি পড়ে আছে;

মানুষের আনাগোনা নেই সেরকম;

শুধু বৃষ্টির প্রশান্তি নিয়ে

ঘরে অলস বসে থাকবার

কিছু অবসর যেন হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে