logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  রেবেকা ইসলাম   ১৯ জুলাই ২০১৯, ০০:০০  

বৃষ্টি এবং আরও কিছু

বৃষ্টিতে কাকভেজা হয়ে গেল সন্ধ্যার রূপ

ইনসমনিয়ায় ভোগা নগরীতে

সিলভিয়া পস্নাথ বিষণ্নতা

কামাখ্যা পাহাড়ের বিহ্বলতা,

তারপর চলতে শুরু করল ট্রেনটা

তারা ভরা স্টেশন

দীঘল পৃষ্ঠাজুড়ে অগণিত মানুষের মুখ

অস্থির মননের কোলাজ

মালপত্র, টিকেট, হাজারো বাক্যের স্তূপ

বুকের শূন্যঘরে নিঃশব্দ প্রেমের ক্যাটওয়াক

আকাশ কেঁদে কেঁদে ভিজিয়ে দিল

জানালার কাচ, নগ্ন হাত, বাহু

চন্দ্রের বেশে দাঁড়িয়ে থাকা রাত,

জোছনার পেয়ালায় চুমুক,

একটার পর একটা মিলিয়ে যাওয়া ছবি

ঘরছাড়া জোনাকির বিশুদ্ধ প্রেম

নিবু নিবু ঘরের হাতছানি

চায়ের দোকানের ঝাপটা

তারপর

তারপর, একসময় থেমে যাবে ট্রেনটা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে