logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  জুবায়ের দুখু   ১৯ জুলাই ২০১৯, ০০:০০  

না হয় এসো এ বর্ষায়

এই ঝড়ো ঝড়ো বর্ষা দিনে

বলো থাকি ক্যামনে তুমি বিনে।

তুমি এসো হে প্রেয়সী

উথলা নয়নে

কাতর ভেজা অঙ্গ সঙ্গে নিয়ে। ঘোর যৌবন।

আমি পথ চেয়ে আছি!

ধু ধু মাখা প্রান্তর যখন ছিলনা সবুজ।

বৃক্ষেরা পাতা ঝরিয়ে কেঁদেছে অপার।

আমি ঠিক ততটা বর্ষা

চেয়ে আছি তোমার ফেরার পথ আলিঙ্গনে।

হে প্রেয়সী আমার

তুমি নাহয় এসো এ বর্ষায়

নতজানু সন্ধ্যায় ভেজা কাক হয়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে