বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একদিনের কথা

মাহমুদুজ্জামান জামী
  ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

এ পথে আসিনি তো আগে;

এখানে শান্ত সবুজ চারিদিকে;

দু'পাশে গাছের সারি-

\হঅজস্র পাতায় ভরপুর

আর মাঝখানে ছোট নদী,

দূরে দু-একটি নৌকা মাঝি বয়ে নিয়ে যায়

নদী যেন ছবির মতো

জলের উদ্ভাসে- আঁকা-বাঁকা পথে-

মানুষের পথরেখা আঁকে

দূরে- আকাশে পাখির ঝাঁকে মন-

আরও একবার হারালো অজানায়!

কোন দূর ঠিকানায়-

না-জানি হৃদয়ের দিনগুলো

\হএমনই সন্ধ্যার মতো জ্বলছে নীরবে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61792 and publish = 1 order by id desc limit 3' at line 1