logo
রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ২৩ অগ্রহায়ণ ১৪২৬

  জেলী আক্তার   ০৯ আগস্ট ২০১৯, ০০:০০  

দৈন্য সংসার

ভাঙা শার্টের বোতাম-আর,

শুকনো মরিচভাতের সুগন্ধ।

\হযোগ বিয়োগের কুচকাওয়াজ,

\হদৈন্যতায় সংসারে দ্বন্দ্ব।

অভাবে আধ সিদ্ধ সবজি,

\হভেজা উনুন-কপালে আনে জ্বর।

শূন্যে সাঁঝের অক্ষরেখায়,

\হনৈশভোজ ভীষণ হাস্যকর।

মাঝে মাঝে,

\হভেজা লবণের নোনতা শৈল্পিকতা-

আর নোনতা-

\হচোখের জলে খেলা করে ভীষণ দৈন্যতা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে