logo
রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০  

জাদুকরী ভালোবাসা

বজলুর রশীদ

চারপাশে শুধু মেঘের শাসন

অথচ এই তুমি দুহাত ভরে পেতে চাও

শীতল রোদের ঘ্রাণ,

চোখ বুজে-নিতে চাও বুঝে

পৃথিবীর প্রতি সূর্যের ভালোবাসা।

রোদের গন্ধ ভেবে

শুভ্রাকাশের মৌতাতে জীবন সাজাও

এরপর, রঙের পেন্সিলে এঁকে দাও

দৃশ্যপটে-ব্যক্তিগত নদী।

নানান রঙের অনিন্দ্য কারুকাজ-

এখানে ভাসিয়ে দাও

তালুভরা রোদের ঘ্রাণ;

ভাসিয়ে দাও সমূহ অভিমান...

এতদিনের জাদুকরী ভালোবাসায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে