logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  রোকেয়া ইউসুফ   ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০  

পরদেশি মেঘ

পরদেশি মেঘ

কেন বারে বারে আমার আকাশে আস ফিরে?

আমিতো ভুলেও করি না তোমার উলেস্নখ

পরদেশি মেঘ।

আমার এখানে আজ তপ্ত রোদের ঝড়

পুড়ছে আমার ঘর

মেঘ চাই না আমি আর

উত্তপ্ত এই রোদের ঝড়ে পুড়ে পুড়ে পুড়ে

তীব্র দহন হতে চাই

আগুনের ঝড় হতে চাই

আগুন সূর্যটাকে আমার আগুনে ভস্ম দিতে চাই

তুমি এসো না, এসো না আর

করো না কাঙ্গালপনা

আপন জলধে ফুটে হও শতদল

করো না করো না আর পরকীয়া ছল

ফিরে যাও তুমি একেবারে চিরতরে

এসো না, এসো না আর কখনো ভুলে

যাপন কর দিন আপন আলয়ে

পরদেশি মেঘ

বাহুলগ্না তোমার আজ অন্য প্রিয়া-প্রেয়সী আপন

তোমার রয়েছে নীহারিকা, তারার ভুবন

কেন তবে বারে বারে মিথ্যে কুহক, বৃথা আয়োজন?

আমার তো নও তুমি আর

তুমি পরদেশি, অন্য লগনে রাজপাট

আমার বাদলবারি তোমার মেঘের কণা

কারোর প্রকাশ কেউ ছুঁতে পারে না

তুমি অন্য গগনের মেঘ, অন্য অপর শুধু

নও কিছু আর, আর কিছু না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে