বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহারাদার

গোলাম কিবরিয়া পিনু
  ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

ও লোকটা দাঁড়িয়ে রয়েছে

কার হুকুমে হুইসিল বাজায়?

গেট খোলে - আবার লাগায় তালা!

হুইসিল বাজিয়ে বাজিয়ে

কারও গাড়ি ঢুকতে দেয় - কারওটা দেয় না!

গাড়ি ছাড়া লোকও ঢুকতে পারে না -

ঢুকতে পারে না সাধারণ মানুষও!

যারা ঢোকে - তারা ব্যাজ পরিহিত

কেউ কেউ ব্যাজের অধিক পরিচয় নিয়ে

\হ- প্রবেশাধিকার পায়,

তারা শুধু বাড়িওয়ালার গান গায়!

সেই একই গান - একই মান!

যে লোকটা দাঁড়িয়ে বাজাচ্ছে হুইসেল

তার বাঁশি বাজানোর সখ ছিল!

সে এখন বাঁশি বাজাতে পারে না -

বাঁশি বাজানোটা খানিক শিখেছিল

\হতারপর এগুতে পারেনি!

সে এখন অনুগত, অধীনের বিনীত নিবেদক -

এখন হয়েছে পাহারাদার! কার?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76493 and publish = 1 order by id desc limit 3' at line 1