শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্যামল ছায়ায় নক্ষত্র এবং একটি বাঁশি

শাহীন রেজা
  ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

হুমায়ূন আহমেদ, জন্মদিনে প্রস্থানের আর্তনাদ

বাঁশিটা থেমেছে কি ; সেই বাঁশি?

পৃথিবীতে তাই বুঝি কান্না এতো, শ্রাবণের-অনলের

দহনের জ্বালা বুকে একদিন নীল পাখি দখিন হাওয়ায়

তারপর পাখা মেলে নূহাশ সবুজে,

কী যে রূপ-অপরূপ

নন্দিত নরক থেকে দূর পথে হিমুর খোঁজে।

বাঁশিতে কেমন সুর-কী যে দোলা

মিসির আলী বুঁদ হয় তীব্র নেশায় ; কানকাটা রমজান

মোবারক অথবা বাকের ভাই কিংবা মির্জা

কত মুখ মানুষের, কত নীল অনাবিল।

সেই বাঁশি : নীল বাঁশি গেয়েছিল একদিন

'যদি মন কাঁদে তবে চলে এসো'

তাই কী এসেছে চলে মানুষরা, পাখিসব; বৃক্ষতলায়

ভরা বরষায়।

ভালোবেসে মানুষরা নদী হয়, পাখি হয়

তারপর আকাশে ভাসে যেন মেঘ,

অবশেষে ঝরে পড়ে যেমন ফুলেরা : শিশির যেমন।

সেই বাঁশি সবশেষে পাখি হলো নদী হলো

এবং নক্ষত্র হয়ে চিরকাল শ্যামল ছায়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76494 and publish = 1 order by id desc limit 3' at line 1