বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাথরের সাথে সন্ধি

নতুনধারা
  ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

সুমন রায়হান

সে থাকে হৃদয়ের গভীর গোপন গহিনে...

মাঝেমাঝে এসে উন্মাদ করে দিয়ে যায়

কবির কোমল হৃদয়;

যখন বেতঝোপের আড়ালে আবৃত করে নিজেকে,

শুরু হয় রক্তক্ষরণ...

তখন বেদনাকে আঁকড়ে

জীবন্মৃত হয়ে পড়ে কবির কাব্যভুবন।

সে একদিন গাঙচিল হয়ে উড়ে গেছে,

দিগন্তরেখার করোটিতে পা রেখে-

নীলিমার সুদূর নীলে...

হয়তো ফিরবে! হয়তো না!

হয়তো এসে কানে কানে চুপিসারে বলে যাবে,

আজও সে ভালোবাসে তোমায়...

যেভাবে দিগন্তবিস্তৃত বৃষ্টির ফলা-

ঝরে ঝরে শীতল করে দেয় মৃত্তিকা হৃদয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77523 and publish = 1 order by id desc limit 3' at line 1