logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ১ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

পাথরের সাথে সন্ধি

সুমন রায়হানসে থাকে হৃদয়ের গভীর গোপন গহিনে...

মাঝেমাঝে এসে উন্মাদ করে দিয়ে যায়

কবির কোমল হৃদয়;

যখন বেতঝোপের আড়ালে আবৃত করে নিজেকে,

শুরু হয় রক্তক্ষরণ...

তখন বেদনাকে আঁকড়ে

জীবন্মৃত হয়ে পড়ে কবির কাব্যভুবন।সে একদিন গাঙচিল হয়ে উড়ে গেছে,

দিগন্তরেখার করোটিতে পা রেখে-

নীলিমার সুদূর নীলে...

হয়তো ফিরবে! হয়তো না!

হয়তো এসে কানে কানে চুপিসারে বলে যাবে,

আজও সে ভালোবাসে তোমায়...

যেভাবে দিগন্তবিস্তৃত বৃষ্টির ফলা-

ঝরে ঝরে শীতল করে দেয় মৃত্তিকা হৃদয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে