logo
রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

বেহুলা

হাফিজ উদ্দীন আহমদ

লখিন্দর শুয়ে আছে কলার ভেলায়

ঢেউ তুলে নদী ফেলে দীর্ঘ যে শ্বাস

বেহুলার কাটে রাত প্রেমহীনতায়

করতলে জমা চারু শব্দাবলি

গড়িয়ে পড়ে যায় বেদনায় কেঁপে

মাটির কলসে ভরে জোৎস্না-আলো

জমিয়ে রাখে সে প্রতিদিন মেপে

ঘাসের ডগায় জমা শিশির মেখে

ভেজা হাত মাখে সে নিজ দুই গালে

একদিন আসবেই প্রিয় সখা তার

হয়তো ডুবুরি হয়ে জলের অতলে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে