বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাথর এবং ক্ষতবিক্ষত হওয়ার গান

নতুনধারা
  ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

দ্বীপ সরকার

পাথরের ধ্বনি বলে কোনো ধ্বনি নেই, সব কিছু মানুষের সাথে মানুষের ধ্বনি

ধূসর ডিগবাজির নাম-

পাথরের ঘর্ষণে- রসুন পিঁয়াজের কি যে দহন! লৌকিকতা ছাড়িয়ে বহুদূর,

বহু নিবির ও প্রকাশ্যে বিস্তারিত সুর

সমর্পিত হলে কান্নার রোম- পাঁজরের সাথে ছুপ ছুপ রক্তগুলো কথা বলে ইদানীং

ডাকসাইটে রাত- ঘুঙুর সরানো ভুল, জোসনার মতো শরৎ ভাঙা আকাশের ডানা

আচমকায় ঘুম ভেঙে দেয় আমার। বালিশের চেকপোস্টে লেগে আছে দাউ দাউ-

সেই যে দুঃখকালের পড়ন্ত জোসনা রাত,

পাথরের ধ্বনি কানে বাজে আমার- শিলপাটার ঘর্ষণে

যে সুর তুলেছিল নববধূ- নিখুঁত করে

ইচ্ছায় অথবা অনিচ্ছায় পাহাড়ের ঘুমে- জ্বলে ওঠা হরিণীর শিং

পাগলের মতো তাড়িয়ে বেড়ায়- কে বা কারা দৌড়োয়;

ছাতিম বৃক্ষ পর্যন্ত তার মোহন পায়ের আওয়াজ-সে এক ক্ষতবিক্ষত হওয়ার গান!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77529 and publish = 1 order by id desc limit 3' at line 1