শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদ নেই, চাঁদার শহর

নতুনধারা
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ফকির ইলিয়াস

কথা ছিল আমরা সম্মিলিত আকাশ কাঁপিয়ে

স্নান করবো, রজত-পূর্ণিমায়।

একটি নদী কিংবা একটি পাথরের কিনারে বসে

শোনাবো অর্জনের গল্প আর

ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাব্য কাব্যগাথা।

কথা ছিল-

\হবৃষ্টিকে ভালোবাসবো,

\হবৈধব্যকে নয়;

\হনক্ষত্রের কাছে যাবো

\হনরকের কাছে নয়;

\হনির্মাণকে বরণ করবো

\হনৃশংসতাকে নয়।

.অথচ বিক্রি হয়ে গেল আমাদের রক্ত,

বন, বৃক্ষ,বালু, ইস্পাত সবকিছুকে জিম্মি করে

উলস্নাস করলো কিছু চাঁদাবাজ!

রেলপথ, নদীপথ, আকাশপথ ইজারা দিয়ে ওরা

বললো; দখলের জয় হোক!

গালে হাত দেয়াও ভুলে গেলাম আমরা!

মহাসড়কে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানালো

একাত্তরে হারিয়ে যাওয়া কয়েকজন শহীদের কঙ্কাল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78574 and publish = 1 order by id desc limit 3' at line 1