logo
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৫

  নিঃশব্দ আহামদ   ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

বিস্ময় মানুষ রূপে

দীর্ঘ একটা সারি, অভিজাত শ্রেণিসব

আর আমিও কি যেন ভেবে দাঁড়ালাম,মুদ্রানীতি

তারপর পর পর সব মানুষ অগ্রগামী হলো

আমি পড়ে রইলাম, পেছনে-

না আছে খ্যাতি, চোখ ফেরায়ে মানুষ ভুলে যেতে যেতে

আমায় ভুলে যায় নিজেদের নাম

অথচ কত কত দিন, গলে গলে ভাব রেখে

কত কত আড্ডায়, মানুষের স্মৃতি তুলে রেখেছিলাম?

আমি শুধু অবাক হই ভেবে, মানুষের ভেতর পচে গেলে

পড়ে ফেলা ভার, মানুষের বহিঃরূপ?
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে