শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরের প্রতিবাদ

শুকদেব মজুমদার
  ১৩ মার্চ ২০২০, ০০:০০

এমন দুঃখ দাও তুমি

পাথরও আর্তনাদ করে ওঠে-

আমার হৃদয় আজ পাথর।

অথচ পাথর নয়- পাথার ছিল একদিন এ হৃদয়-

দারুচিনি দ্বীপ ছিল,

বাহারি বন ছিল, বনদেবী ছিল

ছিল বনলতা সেন-

আর হাজার বছরের পথহাঁটা- স্বপ্ন-অহিফেন।

একদিন ফুল ছিল এ হৃদয়

ছিল প্রজাপতির প্রতুলতা, বসন্ত বাতাসের

কত ছিল সেখানে আকুলতা, আর তুমি সেখানে

চারুলতা, চপল পায়ে হেঁটেছ

আমার অনুরাগ-আরক্ত ফুলদল আর দূর্বাদলের

লাল গালিচা নির্দ্বিধায় দলে দলে।

তোমার পায়ের ছাপ আমার বিশ্বাসের পাপ এখন

তোমার স্মৃতি মৃত মানুষের চোখ

তোমার স্বপ্ন শজারুর কাঁটা

তোমার হৃদ্যতা আমার হৃদয়ে জলাবদ্ধতা-

জলৌকার জলোৎসব- আমার প্রাত্যহিক পরাভব।

কতটা পাথর হলে আর আমি

পরাজয় বোধ করব না,

ব্যথায় আর্তনাদ করে উঠব না?

আমি হতে চাই- আরো পাথর- নিঝুম পাথর-

যাতে তোমার দেয়া ব্যথা আমার নিরেট বুকে

মাথা কুটে মরে, ব্যর্থ হয়ে, প্রতিধ্বনিত হয়ে

তোমার কাছেই ফিরে যায়

আক্রোশে তোমাকেই আঘাত করে- করে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92270 and publish = 1 order by id desc limit 3' at line 1