logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  স্বরূপ মÐল   ৩১ আগস্ট ২০১৮, ০০:০০  

মানুষ

আমার পঁাজর অসম্পূণর্তায় ভোগে

অ্যানাটমি বোঝে না সে ভাষার ক্রন্দন

সবকিছু পরিপাটি হলে মানুষ হওয়া দায়

মানুষ হলে কী এসে যায়

মানুষের আড়ালে মানুষ অন্যকিছু

প্রিয় আসবাব অথবা নিপুণ নিটোল যৌনতা

বংশ বিস্তারের খেয়াল সরগম

যেথা ভেসে ওঠে ভালোবাসা অবয়ব

তাতে প্রশান্তি আসে এক মুখ আসে হাসি-মোহান্ধতা

এটুকু মোহ নিয়েই বঁাচি

অন্ধ হয়ে বঁাচি

বেঁচে থাকি মোহে

ছুটে চলি তার অভিমুখে

আসলে মানুষ মোহগামী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে