logo
রোববার ১৮ আগস্ট, ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

  উনিশ বিশ ডেস্ক   ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

লেখালেখির অন্যরকম মাধ্যম

তরুণ প্রজন্মের মাঝে বøগ এখন বেশ জনপ্রিয় একটি বিষয়। মনের কথা তুলে ধরার এক অনন্য মাধ্যম। যদিও বøগ নিয়ে আমাদের দেশে হাস্যকর অপপ্রচারণা হয়েছে, তারপরেও বøগের ব্যবহার বেড়েছে। ছোটবেলা থেকেই মোজাহিদুল করিম লেখালেখির প্রতি ঝেঁাক। কবিতা, ছোটগল্প এমন সব লেখাতেই তার আগ্রহ। পত্রিকায় বারবার লেখা পাঠাতে অনেক পরিশ্রম। যদি লেখা ছাপা হয়, প্রায় ক্ষেত্রে আত্মীয়স্বজন ছাড়া অন্যদের প্রতিক্রিয়াও জানা যায় না। তাই নিজের লেখা নিয়ে সে এক ধরনের হতাশায় ভোগে। বারকয়েক লেখালেখি ছেড়ে দেয়ার কথাও ভাবে সে। কিন্তু করিম এসব চিন্তা থেকে এখন মুক্ত। নিজের ইচ্ছামতো সে এখন লিখতে পারে। লিখলেই প্রতিক্রিয়া জানা যায়। পাল্টা মত জানা যায়, তকর্ করতে করতে সময় কখন চলে যায় বুঝতেই পারে না সে। সে এখন বøগে লেখে। বøগের খেঁাজ পাওয়ার পর থেকে তার লেখা আর থেমে নেই। তার গল্প-কবিতার পাঠক এখন অনেক। বøগে কয়েক দিন না লিখলেই অন্য বøগাররা তার খেঁাজখবর নিতে শুরু করে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে