logo
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

  উনিশ বিশ ডেস্ক   ০৪ মার্চ ২০১৯, ০০:০০  

নিন্দাকে জয় করো

নিন্দার তীব্রতা যত বেশি হয় নিন্দুক তত উলস্নসিত হয়। কিন্তু যার নিন্দা করা হচ্ছে তাকে পড়তে হয় অনাকাঙ্ক্ষিত বৈরী পরিবেশে। বয়স আর অভিজ্ঞতায় পরিপূর্ণ ব্যক্তি অল্পতেই সে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারলেও তরুণ হৃদয় তা পারে না। এ কারণে মানসিকভাবে অনেক সময় তারা ভেঙে পড়ে। অন্তরে রক্তক্ষরণ হয়। হাজারটা প্রশ্নবাণে জর্জরিত হয়। সন্দেহ আর অবিশ্বাসের কাছে মাথা নত করে সে দুঃসময় তাদের পার করতে হয় সঙ্গোপনে।

চড়াই-উতরাই পার হয়ে জীবনের শেষ প্রান্তে এসে একজন মানুষ যদি পেছন ফিরে তাকিয়ে নিজের অতীতকে মূল্যায়ন করে তাহলে সে দেখতে পাবে চলার পথে স্তুতিবাক্যের সঙ্গে সঙ্গে তাকে নিন্দাবাদও শুনতে হয়েছে বিস্তর। হয়তো নিন্দার ধার এতটাই তীব্র ছিল যে নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়েছে। সে সময়ের প্রতিটি মুহূর্ত তাই তার কাছে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দীর্ঘ মনে হয়েছে। আর উপভোগের সময় যেন স্বল্পতেই পার হয়ে গেছে। দীর্ঘশ্বাসের বৃত্তে আবদ্ধ এ সময় তাই মনে হয় যেন এক ইতিহাস।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে