logo
  • শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

  উনিশ-বিশ ডেস্ক   ২৭ আগস্ট ২০১৮, ০০:০০  

আত্মবিশ্বাস বাড়ায় লিপস্টিক

আত্মবিশ্বাস বাড়ায় লিপস্টিক
শোনা যায় লিপস্টিক শুধু ঠেঁাট রাঙানোর জন্য ব্যবহার করা হয় না। কারণ আমরা জানি মেয়েদের সাজের অন্যতম একটি প্রসাধনী লিপস্টিক। চেহারায় প্রাণ ফিরিয়ে আনতে লিপস্টিকের জুড়ি নেই। যতই সাজগোজ হোক না কেন, লিপস্টিক না দিলে সাজ অপূণর্ই থেকে যায়। কখন কোন লিপস্টিক কীভাবে পরলে ভালো লাগবেÑ এসব নিয়ে নারীদের ভাবনার শেষ নেই। তবে শুধু সৌন্দযর্ না আত্মবিশ্বাস বাড়ায় লিপস্টিক।

অনেকের ক্ষেত্রে বিষয়টা বাড়াবাড়ি মনে হলেও এবার সে ধারণা পাল্টে দিয়েছে এক গবেষণা। লিপস্টিক আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্বকে উন্নত করেÑ এমনটাই উঠে এসেছে হাভার্ডর্ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায়। সম্প্রতি চালানো গবেষণাটিতে কয়েকজন তরুণীকে তিন দলে ভাগ করে তাদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। পরীক্ষার আগে একটি দলকে লিপস্টিকসহ মেকআপ করতে বলা হয়। আর অন্য দলকে বলা হয় ভালো গান শোনানো হয়। তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ অঁাকতে। গবেষণায় গান শোনা দলটি ভালো করলেও সেরা ফল করে লিপস্টিকসহ মেকআপ করা দল। গবেষকদের দাবি, লিপস্টিক পরলে নারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। তখন তারা নিজেদের আরও আকষর্ণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে, পড়াশোনাও ভালো হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে