বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কন্যাশিশুর জন্ম এক নিরানন্দের বিষয়

প্রাচীনকাল থেকেই কন্যাসন্তান জন্ম দেয়া নারীর জন্য অভিশাপ। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত বলে কথা নেই, সব সংসারেই কন্যাশিশুর জন্ম এক নিরানন্দের বিষয়। প্রথমটি মেয়ে হলে পরের সন্তানটি অবশ্যই ছেলে হতে হবে এ আকাক্সক্ষা থাকে পরিবারের সবার। পুত্রসন্তান জন্মদানে অক্ষম-অযোগ্য বউ দিয়ে কোনো কাজ হবে না...
তানিয়া পারভিন
  ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বাংলাদেশ দÐবিধি আইনের ৩১২ থেকে ৩১৬ ধারা পযর্ন্ত গভর্পাতসংক্রান্ত আইন ও সাজার কথা বলা হয়েছে। ৩১২ ধারায় বলা হয়েছে কোনো নারী গভর্পাত ঘটালে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদÐ বা জরিমানা বা উভয় প্রকার শাস্তিÍ পেতে পারে।

৩১৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীলোকটির সম্মতি ছাড়া গভর্পাত ঘটায়, তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাবাস, জরিমানা বা দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদÐে দÐিত হতে পারেন।

৩১৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীলোকটির সম্মতি ছাড়া গভর্পাত ঘটাইবার উদ্দেশ্যেজনিত কাযের্ মৃত্যু ঘটায়, তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা উপযুক্ত দÐে দÐিত হবে।

৩১৫ ধারায় বলা হয়েছে, শিশু যাহাতে জীবন্ত জন্মিতে না পারে, বা উহা যাতে জন্মের পর পর মারা যায় সেই উদ্দেশ্যে কোনো কাযর্ করিলে উক্ত ব্যক্তি দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদÐ বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে।

৩১৬ ধারায় বলা হয়েছে, এমন কোনো কাযর্ দ্বারা আসন্ন প্রসব গভর্স্থ সন্তানের মৃত্যু ঘটানো, যাহা অপরাধজনক প্রাণনাশ বলিয়া গণ্য হয়, এমন কোনো কাযর্ করিলে উক্ত ব্যক্তি দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদÐ ও জরিমানা দÐে দÐিত হবে।

প্রাচীনকাল থেকেই কন্যাসন্তান জন্ম দেয়া নারীর জন্য অভিশাপ। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত বলে কথা নেই সব সংসারেই কন্যাশিশুর জন্ম এক নিরানন্দের বিষয়। প্রথমটি মেয়ে হলে পরের সন্তানটি অবশ্যই ছেলে হতে হবে এ আকাক্সক্ষা থাকে পরিবারের সবার। পুত্রসন্তান জন্মদানে অক্ষম অযোগ্য বউ দিয়ে কোন কাজ হবে না। অতএব তাকে তাড়াতে হবেÑ এ ধরনের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেড়িয়ে নতুন সমাজ গড়ার দায়িত্ব নারীদেরকেই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20947 and publish = 1 order by id desc limit 3' at line 1