শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিযার্তনকে না বলো

নন্দিনী ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০
জাতিসংঘের সহায়তায় জোন্টা ইন্টারন্যশনাল নারী নিযার্তন রোধে কাজ করছে

জোন্টা ইন্টারন্যশনাল একটি নারীবাদী সংগঠন। পৃথিবীর ৬৭টি দেশে যাদের রয়েছে ৩০ হাজার সদস্য। ‘ভায়োলেন্সকে না বলো/ ‘নিযার্তনকে না বলো’Ñ এই শিরোনামে জাতিসংঘের সহায়তায় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০১৮ থেকে ১৬ দিনব্যাপী এক কমর্সূচি গ্রহণ করেছে। এ কমর্সূচির লক্ষ্য হচ্ছে জোন্টার বার্তা সবার কাছে পেঁৗছে দেয়া। ১৬ দিনব্যাপী এ কমর্সূচি ব্যাপকভাবে পালনের জন্য জোন্টা ইন্টারন্যাশনাল বাংলাদেশের ছয়টি ক্লাবকেও দায়িত্ব দিয়েছে। ক্লাবগুলো হলোÑ জোন্টা-১,২,৩,৪ বৃহত্তর ঢাকা জোন্টা ক্লাব, ও চট্টগ্রাম জোন্টা ক্লাব। কমর্সূচির এবারের প্রতিপাদ্য বিষয়Ñ বাল্যবিয়ে রোধ, বালিকা বধূ নয়। এই কমর্সূচির আওতায় আজ জোন্টা ক্লাব বৃহত্তর ঢাকা গাওয়াইর আদশর্ উচ্চ বিদ্যালয়, গাওয়াইর, দক্ষিণখান, ঢাকাতে পরিদশর্ন করেন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন। সব ক্লাব বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জোন্টা ক্লাব সবার সহযোগিতা কামনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25158 and publish = 1 order by id desc limit 3' at line 1