logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  নন্দিনী ডেস্ক   ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০  

বাংলাদেশকে এগিয়ে নেবে আফরাহ

তাকে শিশু বললে ভুল হবে। অঙ্কন দৃষ্টিভঙ্গি ও কালার সেন্স ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বহু গুণীজনের। সে আফরাহ আনাম। দৃক গ্যালারিতে অনুষ্ঠিত এক্সিবিশনে ১১০টি ছবি প্রদর্শিত হয় তার। সেখানে তার অনেক ছবি সেল হয়েছিল। সোলো এক্সিবিশন বাদেও গ্রম্নপ এক্সিবিশনেও অংশগ্রহণ করেছে আফরাহ। এ ছাড়া সে অনেক আর্ট কম্পিটিশনেও প্রথম হয়। বর্তমানে ভিকারুন্নিসায় পড়ুয়া এ শিল্পী শিল্পচর্চার দীক্ষা নিয়েছে অনেক গুণীজনের কাছ থেকে। মাসুমা খান, রাশিয়ান কালচার সেন্টার, গ্রিল আর্ট একাডেমিতে চিত্রাঙ্কনের প্রশিক্ষণ নেয়। ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের আর্টকে পরিচিত করাতে চায় ক্ষুদে এই বিখ্যাত শিশুশিল্পী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে