শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংকটেও চলুক লেখাপড়া

নন্দিনী ডেস্ক
  ১৫ জুলাই ২০১৯, ০০:০০

লেখাপড়া চালিয়ে যেতে কারো বাবা-মা পয়সা খরচ করতে পারেন। কারো কারো সমস্যা কিংবা সংকটের কারণে দেয়ার সামর্থ্য হয়ে ওঠে না। তখন মেধাবী হয়েও থেমে যায় লেখাপড়ার গতি। আফসোস থেকে যায় শিক্ষার্থীর। তেমনই এক মেধাবী শিক্ষার্থী সমস্যার মাঝেও অনেক দূর পথ পেরিয়ে এসেছেন। কিন্তু বাকি পথ কি পেরোতে পারবেন তিনি? এটাই তার ও তার পরিবারের চিন্তা এখন।

লিমা রানী মোহন্ত। দুই ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। হাতের কিছু সম্পদ বিক্রি করে বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন বাবা। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে। বাড়ি ভিটার ৬ শতক জমিই তাদের সম্বল। এক সময় হাতের ওপর নির্ভরশীল বাবা সুনীলকান্তি মোহন্ত আজ বয়সের ভারে কাজকর্ম তেমন কিছু করতে পারেন না। মা বীণা রানী মোহন্ত গৃহিণী। লিমার বড় ভাই একটি এনজিওতে অফিস সহকারী পদে কুড়িগ্রামে চাকরি করেন। অন্য ভাই বিমল মোহন্ত ছোট একটি দোকান ভাগে ভাড়া নিয়ে সিল বানানোর কাজ করেন। এই হচ্ছে তাদের পরিবারের আয়ের উৎস। এ অল্প আয়ে পাঁচজনের ভরণ-পোষণের খরচ জোগানো খুবই কষ্টসাধ্য। এর মধ্যে বাবার অসুখের জন্য নিত্য ওষুধ কিনতে হয়। তার পরও লিমার পড়ালেখার অদম্য ইচ্ছাটা দমে যায়নি। স্কুল ও কলেজ জীবন সুন্দরগঞ্জে পার করেছেন। ভীষণ অর্থকষ্ট মাঝে মাঝে কালো মেঘ মেলে ধরলেও দৃঢ় সংকল্প আর পরিশ্রমের কারণে এগিয়েছেন তিনি। স্যারদের সার্বিক সহযোগিতা পেয়েছেন। কখনো টিউশনি করে নিজের খরচ মিটিয়েছেন। আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে অনার্স পড়ছেন। রংপুরে মেসে থেকে পড়তে হচ্ছে। এতে বেশ টাকার প্রয়োজন। কিন্তু তাকে প্রতি মাসে এত টাকা দিতে গিয়ে তার পরিবার হিমশিম খাচ্ছে।

এর মধ্যে কয়েকটি বৃত্তি দানকারী সংস্থায় আবেদন করেও সাড়া পাননি। কিন্তু তার যে লেখাপড়া চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা। তবে তার সংশয়- অর্থসংকটে লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে না তো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58277 and publish = 1 order by id desc limit 3' at line 1