বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেবিলবাতির আলোকসাজ

আনিকা ইবনাত
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আজকাল অনেকেই নিজের ঘরকে মনের মতো করে সাজাতে চান। আর ভিন্নধমীর্ আলোকসজ্জা ঘরের ভেতরে ভিন্নতা নিয়ে আসে। তাই ঘরে আলোকসজ্জার জন্য নানা ধরনের টেবিলবাতি ব্যবহার করতে পারেন। বাজারেও এখন আছে নানা ধরনের টেবিল-ল্যাম্প। তবে ঘরে টেবিল-ল্যাম্প ব্যবহারে সচেতন হতে হবে। কারণ, কোন বাতি কোথায় ব্যবহার করবেন তা জেনেশুনে কিনুন।

ড্রয়িংরুমে : বাসার ড্রয়িংরুমে লম্বা স্ট্যান্ডের টেবিল-ল্যাম্প ব্যবহার করা যায়। তিন থেকে চার ফুট লম্বা হতে পারে এসব ল্যাম্পের স্ট্যান্ড। রুমের তিন পাশে তিন সাইজের ল্যাম্প ব্যবহার করা যায়। তবে আলোর ক্ষেত্রে অবশ্যই ঘরের অন্য আসবাব, পদার্ বা দেয়ালের রংটা মাথায় রাখা জরুরি।

বেডরুমে : শোবার ঘরে একটু কম আলোই ভালো। অনেকে ঝুলন্ত ড্রিমলাইট ব্যবহার করেন বেডরুমে। এখানে ভিন্নতা আনতে শেড দিতে পারেন। বেডরুমের এক কোনায় রাখতে পারেন স্ট্যান্ড লাইট। রুমে শুয়ে বই পড়ার অভ্যাস থাকলে টেবিলের ওপর রাখতে পারেন নরম রঙের বাতি।

ডাইনিংয়ে : খাবার টেবিলের ওপর শেড দেয়া বাতিতে উজ্জ্বলতা বাড়াতে পারেন।

রিডিংরুমে : বাচ্চাদের ঘরে তাদের পছন্দের কোনো চরিত্র বা খেলনার আদলে তৈরি বাতি দিতে পারেন। স্ট্যান্ড লাইটের পাশে রাখতে পারেন পটারি, ফুলদানি বা কোনো খেলনা হাতি, ঘোড়া ইত্যাদি।

বাজারে নানা ধরনের টেবিল-লাইট আসছে নিয়মিত। কাগজ বা কাপড়ে তৈরি নানা ধরনের শেড পাওয়া যায়, যা লাইটের ওপর বসিয়ে দিতেই ঘরের রং পাল্টে যাবে। নানা ধরনের সিরামিকস বা মাটির তৈরি পাত্রের টেবিল ল্যাম্প আছে। তা ছাড়া কাঠের গুঁড়ির আদলে তৈরি বাতি আছে বিভিন্ন দোকানে। এসবের বাইরেও বঁাশ বা বেতের তৈরি টেবিল-ল্যাম্পও বাজারে আছে।

যেখানে পাবেন : রাজধানীর বিভিন্ন মাকেের্ট মিলবে টেবিল-ল্যাম্প। আড়ং, যাত্রা, আইডিয়াস, লাইট স্টোরসহ নিউ মাকের্ট, গুলশান, বনানী, রামপুরা, মালিবাগ, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন দোকানে পাবেন টেবিল-ল্যাম্প।

দরদাম : বিভিন্ন ধরনের টেবিল-ল্যাম্পের ভেতরে কাপড়ের তৈরি ল্যাম্পশেড পাওয়া যাবে ৪০০ থেকে ১০০০ টাকায়। মাটি বা সিরামিকের তৈরি পটারি আকারের লাইট পাবেন ৪০০ থেকে ৯০০ টাকায়, কাঠের তৈরি লাইট পাবেন ২০০০ টাকার ভেতর। পিতলের নানা ধরনের লাইটের দাম পড়বে ৫০০ থেকে ৫০০০ টাকা পযর্ন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12646 and publish = 1 order by id desc limit 3' at line 1