শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতে শিশুর চুলের যত্ন

রঙ বেরঙ ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪০

এই শীতে বড়দেরই বড় চুল নিয়ে নাকানিচুবানি। আর শিশুর বড় চুল নিয়ে তো আরও বেশি ভাবনা। শখের চুল তো আর কেটে ফেলা যায় না! শীতের শুষ্ক আবহাওয়া আর ধুলাবালি চুলের প্রধান শত্রæ। যে শিশুদের চুল লম্বা, তাদের এই শীতে অনেক বেশি সমস্যা হয়। এ সময় মায়েদের একটু বেশি সচেতন থাকতে হয়। শীতে চুলের আগা ফাটা খুবই সাধারণ সমস্যা। এজন্য শিশুর চুলের আগা কিছুটা ছেঁটে দিন। এ সময়টায় খুশকির প্রকোপ দেখা দেয়। খুশকির সমস্যায় চুলে সপ্তাহে এক দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে দুই দিন অলিভ অয়েল হালকা গরম করে শিশুর চুলে ম্যাসাজ করে দিন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। শিশুদের মাথার ত্বক খুব সেনসেটিভ হয়। তাই চুলে কোনো প্যাক ব্যবহার না করাই ভালো। চুলের গোড়ায় ফাঙ্গাস ইনফেকশন হলে লেবু, টকদই ও মধুর মিশ্রণ লাগানো যেত পারে। তবে ১৫ মিনিটের বেশি রাখা যাবে না। শিশুর চুলে উকুনের সমস্যা থাকলে তেলের সঙ্গে মেথি ব্যবহার করতে পারেন। খুব বেশি সমস্যা হলে উকুননাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে পাকা কলা ও ডিমের সাদা অংশ চুলে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। গোসলের পর শিশুর চুল যাতে ভালোভাবে শুকায়, সেদিকে লক্ষ্য রাখা উচিত। ভেজা চুল থেকেই ফাঙ্গাস বা খুশকির উৎপত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে