শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন সংসার নতুন সজ্জা

দিনের সব ব্যস্ততা শেষে বাসায় গিয়ে নিজের শোবার ঘরে গা এলিয়ে দেয়া। তাতেই ধুয়ে-মুছে যায় ক্লান্তি। তাই এ ঘরের অন্দরসজ্জায় সবসময়ই যাতে একটা স্নিগ্ধভাব বজায় থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেয়ালের হালকা রঙের সঙ্গে মিলিয়ে কম উজ্জ্বল বাতিতে আলোকিত করুন আপনার শোবার ঘর। ব্যবহার করুন হালকা ও উজ্জ্বল রঙের পদার্। তাতে ঘরের শোভা বেড়ে যাবে কয়েকগুণ...
তাসনোভা শাওলিন
  ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিয়ের পর নতুন সংসার। চারপাশের পরিবেশটাই অন্যরকম। সারাদিন অফিস, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবকিছুর সঙ্গে তাল-মিলিয়ে আপনার স্বপ্নের সংসারটা সাজাতে খেতে হয় হিমশিম। কীভাবে সাজাবেন আপনার ছোট্ট শান্তি কুটিরের অন্দর, দুজনে মিলে কেনা পছন্দের আসবাবগুলো বসাবেন কীভাবে? কমর্জীবী সদ্যবিবাহিত দম্পতিরা সংসার সাজানোর শুরুতেই এসব নানা ভাবনার সম্মুখীন হন। হারিয়ে ফেলেন ক‚ল-কিনারা। পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। সংসারে মাত্র দুজন মানুষ। দেয়ালের রং থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুতেই লেগে থাকে নতুনত্বের ছেঁায়া। সীমিত জায়গায় ছোট্ট সংসার ছিমছামভাবে সাজানোর দিকেই থাকে মূল লক্ষ্য। এজন্য যতটা সম্ভব খোলামেলা রাখুন আপনার অন্দর। নতুন সংসারে যেসব আসবাবপত্র না হলেই নয়, কেবল সেগুলোই ব্যবহার করা উচিত। এতে স্বল্প জায়গা সত্তে¡ও মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনি।

দিনের সব ব্যস্ততা শেষে বাসায় গিয়ে নিজের শোবার ঘরে গা এলিয়ে দেয়া। তাতেই ধুয়ে-মুছে যায় ক্লান্তি। তাই এ ঘরের অন্দরসজ্জায় সবসময়ই যাতে একটা স্নিগ্ধভাব বজায় থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেয়ালের হালকা রঙের সঙ্গে মিলিয়ে কম উজ্জ্বল বাতিতে আলোকিত করুন আপনার শোবার ঘর। ব্যবহার করুন হালকা ও উজ্জ্বল রঙের পদার্। তাতে ঘরের শোভা বেড়ে যাবে কয়েকগুণ। অযথা বেশি আসবাবপত্র না কিনে খুব সীমিতসংখ্যক আসবাবপত্রের ব্যবহারেও সাজাতে পারেন আপনার শোবার ঘর। এ ক্ষেত্রে নিচু বিছানা, সাইড টেবিল কিংবা অফিসের কাজ করার জন্য ছোট্ট একটা টেবিল রাখতে পারেন। ঘরে বক্সখাট থাকলে ড্রয়ারগুলোও ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনি। আলমারি, ওয়াডরোব আলাদাভাবে না রেখে এমন আসবাব রাখুন যাতে একটিতেই সবকিছুর ব্যবস্থা হয়ে যায়। টেলিভিশনের জন্য আলাদা কোনো জায়গা নষ্ট না করে ওয়াল ফিটিং এলসিডি টিভি ব্যবহার করতে পারেন। অফিসের কাজের জন্য ডেস্কটপ কম্পিউটারের প্রয়োজন হতে পারে; সে ক্ষেত্রে টিভিকাডের্র মাধ্যমে একই সঙ্গে টিভি ও কম্পিউটারের কাজটা দিব্যি চালিয়ে নিতে পারেন আপনি। ড্রেসিং-টেবিল আলাদাভাবে রাখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় বাথরুমের সঙ্গে ড্রেসিংয়ের ব্যবস্থা রাখলে। এতে প্রতিদিন সকালে বেরিয়ে যাওয়ার সময় ঝামেলাটা কম হয়। যদিও শোবার ঘরে অতিথি আগমন খুব একটা ঘটে না, তবু আপনি চাইলে দুজনের বসার ব্যবস্থা করতে পারেন। কিংবা শোবার ঘরের সঙ্গে ব্যালকনি বা টেরাস থাকলে নিজেদের একান্ত সময়গুলো সেখানে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। সিলিং থেকে ঝুলন্ত টবেও রাখতে পারেন আপনার পছন্দের গাছ। ব্যালকনিতে দুজনের জন্য বসার ব্যবস্থা থাকা উচিত, যাতে বাসায় ফিরে হালকা আলোর নিচে গরম চা কিংবা কফি হাতে সারা দিনের আলাপচারিতা সেরে নেয়া যায়। অবসরে গান শোনা কিংবা বই পড়ার জন্য রকিং-চেয়ারও রাখতে পারেন।

নতুন সংসার বলে অতিথি আসবেই। তাই বসার ঘরের সজ্জাটাও গুরুত্বপূণর্। যেহেতু জায়গা সীমিত, তাই খুব অল্প আসবাবপত্রেই সাজিয়ে ফেলুন বসার ঘরটি। আজকাল লো-হাইটের সোফার প্রচলন বেশ দেখা যায়। সঙ্গে লো-হাইটের টেবিল। আপনি চাইলে শতরঞ্জি বা বাহারি পাটি ব্যবহার করতে পারেন। এ ছাড়া বিভিন্ন ধরনের ফ্লোর-ম্যাট্রেস ব্যবহার করতেও দেখা যায় অনেককে। বসার ঘরেও একটা ওয়াল ফিটিং এলসিডি টেলিভিশন রাখতে পারেন। ফলে বন্ধু-বান্ধব নিয়ে ছোটখাটো মুভি পাটির্ও দিতে পারেন সহজেই। বসার ঘরের দেয়ালে বিভিন্ন পেইন্টিংসও ঝুলিয়ে রাখতে পারেন। কিংবা তৈরি করতে পারেন ‘ফিচার ওয়াল’। একটা দেয়াল একটু উজ্জ্বল রঙে রাঙিয়ে তাতে স্পটলাইটের ব্যবস্থা করে টাঙিয়ে রাখুন প্রিয় মুহূতের্র ছবিগুলো। অন্দরের সৌন্দযের্র সঙ্গে সঙ্গে ঘরময় ছড়িয়ে থাকবে ভালোবাসা।

যেহেতু ছোট সংসার, তাই রান্না-বান্নার কাজ নিজেরাই করে নেয়া যায় সহজে। এজন্য আলাদা কোনো রান্নাঘর না রেখে বসার ঘরের আরেক প্রান্তে চালিয়ে নিতে পারেন এ কাজ। কিচেন ক্যাবিনেট, কিচেন কাউন্টার, কিচেন সিংক, গ্যাসের চুলাÑ সবকিছুই থাকবে সেখানে। ধেঁায়ার ঝামেলা থেকে মুক্ত রাখতে ব্যবহার করতে পারেন কিচেন হুড। এ ছাড়া অন্যান্য সুবিধা তো থাকবেই। সময় বঁাচাতে ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেশিন, বেøন্ডার, কফি মেকার, রাইস কুকার, ওয়াটার হিটারের মতো প্রয়োজনীয় ইলেকট্রনিকস সামগ্রীগুলো রেখে দিন সেখানে। তাতে রান্নার ঝামেলা কিছুটা হলেও কমে যাবে। আপনি চাইলে ঘরে বাড়তি কোনো খাবার টেবিলে না রেখে কিচেনের সঙ্গে কিচেন টপের ব্যবস্থা করে দুজন বসে খেতে পারবেন। ঘরে ছোটখাটো পাটির্র কাজটাও সারতে পারবেন এর মাধ্যমে। এতে আপনার জায়গা কম লাগবে। এ ছাড়া প্রবেশপথে জুতা-স্যান্ডেল রাখার ছোট তাক রাখতে পারেন। এতে বসতের অন্দর পরিষ্কার-পরিচ্ছন্নও থাকবে।

আপনি আপনার অন্দর যেভাবেই সাজান না কেন, তা যেন কোনোভাবেই আপনার স্বাচ্ছন্দ্যকে নষ্ট না করে, সে দিকটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বেশি কিছু না করে খুব সাধারণভাবেই অসাধারণ সজ্জায় সজ্জিত হতে পারে আপনার অন্দরমহল। তাহলে নতুন জীবনের মতো আপনার বসতিও হয়ে উঠবে শান্তির নিবাস। আনন্দময়তায় ভরে উঠবে প্রতিটি ক্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34012 and publish = 1 order by id desc limit 3' at line 1