logo
সোমবার ২৫ মার্চ, ২০১৯, ১১ চৈত্র ১৪২৫

  রঙ বেরঙ ডেস্ক   ০৩ মার্চ ২০১৯, ০০:০০  

চুলের স্টাইল

চুলের স্টাইল
নিজের চুলের স্টাইল নিয়ে অনেক ছেলেই দোটানায় ভোগেন। কেউ গরমে আরামের জন্য চুলটাকে ছোট রাখতেই ভালোবাসেন। কেউ আবার বড় চুলটা কেটে ছোট করতে নারাজ। সময়ের সঙ্গে চুলের কাটে ভিন্নতা এনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন অনেকে। তবে চুলের স্টাইল অনেকটা নির্ভর করে নিজের মুখের গড়নের ওপর।

সব ধরনের চুলের স্টাইলে যে সবাইকে মানাবে এটা ঠিক নয়। নিজের মুখমন্ডল, শরীরের গড়ন, পেশা- এগুলোর ওপর নির্ভর করেই চুলের স্টাইল করা উচিত। তবে গরমের সময় চুল যতটা সম্ভব ছোট করে ছেঁটে নিলেই ভালো। না হলে মাথায় ঘাম বসে যেতে পারে। আর যারা বড় চুল রাখতে চান, তারা নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে পারেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে