বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শর্ট চুলে স্মার্ট লুক

ছোট চুলে ছাঁট হলে দেশি ধাঁচের সাজপোশাক কি মানাবে? ছোট চুলের সাজে চেহারায় আনা যায় স্মার্ট এবং শৈল্পিক ভাব। ছোট চুলের সঙ্গে হাইনেক অথবা ব্যান্ড কলারের স্স্নিভলেস বস্নাউজটা খুব মানিয়ে যায়। এ ধরনের নকশায় একরঙা কাতান কাপড়ের তৈরি বস্নাউজের সঙ্গে পরতে পারেন জামদানি অথবা তাঁতের শাড়ি। উজ্জ্বল রঙের লিপস্টিকের সঙ্গে চোখে হালকা কাজল আর মাশকারায় ফুটে উঠবে আভিজাত্যের সাজ। কুর্তা আর ঢোলা কামিজের সঙ্গে পালাজ্জোর পাশাপাশি স্কার্টটাও বেশ মানিয়ে যায় ছোট চুলের সঙ্গে...
তাসনিম নাহের
  ১৭ মার্চ ২০১৯, ০০:০০

আশির দশকের গোড়ার কথা। ব্রিটেনের রাজপরিবারে নববধূ হয়ে এলেন ডায়ানা। শুধু পাশ্চাত্যেই নয়, প্রাচ্যেও তখন জনপ্রিয় হয়ে উঠল তার ফ্যাশন ও স্টাইল। ঘাড়ের দিকে ছোট করে লেয়ার এবং সামনের দিকে বয়কাটের আদলে কাটা তার চুলের স্টাইল বিশ্বব্যাপী পরিচিত হলো ডায়ানা কাট নামে। ১৯৯৭ সালে তার মৃতু্যর পরও বেশ কয়েক বছর ধরে ছোট চুলের কাটছাঁটে এককভাবে রাজত্ব করে ডায়ানা কাট। কিশোরী, তরুণীরা তো বটেই, আশির দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ঢাকার অভিজাত এলাকায় মধ্যবয়সীদের চুলেও দেখা যেত ডায়ানা কাট।

হেয়ারোবিকস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন জানালেন, ছোট চুল এখন আর ফ্যাশন নয়, বরং ব্যস্ত জীবনের ঝামেলা আর বাইরের দূষণ এড়াতেই চুল ছোট রাখছেন অনেকেই। তার নিজের চুলেও এমন কাট। এখন শুধু ডায়ানা কাটই নয়, ছোট চুলে বব, সামার বব, পিক্সি, শ্যাগ, শর্ট ইমো কাটগুলোও বেশ জনপ্রিয়। আবার বিশেষ কোনো নামে নয়, বরং চেহারার সঙ্গে মানিয়ে যায় এমন ছাঁটেও চুলে নতুনত্ব আনছেন অনেকেই।

সংবাদ উপস্থাপক সাবিনা মেহেদী বললেন, 'একটা সময় বেশ লম্বা চুল ছিল আমার। কিন্তু রিবন্ডিং বা কার্ল ছাড়া অন্য কোনো ধরনের কাটই আমার চেহারার সঙ্গে যাচ্ছিল না। একজন রূপ বিশেষজ্ঞের পরামর্শে ঘাড়ের ওপরের দিকে চুল কিছুটা লম্বা রেখে তার ওপর চুলগুলো যাতে ফোলানো দেখা যায়, এমনভাবে লেয়ার করে চুল কাটি।' এখন এই ছোট চুলের কাটটাই সাবিনা মেহেদীকে দিয়েছে এক ভিন্ন লুক।

বব আর ইমো কাটের মিশেলে চুলের স্টাইল করেছেন সায়ন্তনী তিশা। সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। নিজের কালো চুলের মাঝে কয়েকটা পেকে যাওয়া সাদা চুল রেখে দিয়েছেন সেভাবেই। জানালেন সল্ট অ্যান্ড পেপার বলা হয় এ স্টাইলকে।

তবে চুলে যে কাটই দেয়া হোক না কেন, তা যেন অবশ্যই চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় তা দেখতে হবে, এমনটাই পরামর্শ দিলেন তানজিমা শারমীন। এ ক্ষেত্রে যাদের মুখ গোলাকার, তারা সামনের চুলে সাধারণ বব এবং পেছনের চুল কিছুটা ছোট রেখে দিতে পারেন সামার বব কাট। সামনে ছোট চুল আবার পেছনে অনেক লেয়ারের শ্যাগ কাটে চেহারায় নতুনত্ব আনতে পারেন লম্বা মুখের অধিকারীরা। পানপাতা মুখের গড়ন যাদের, তাদের কানের ওপরে চুল ছোট রেখে পেছনে লেয়ার করে কাটা পিক্সি কাটটাই ভালো মানাবে। এ ছাড়া গড়পড়তা সব চেহারাই মানিয়ে যাবে বব, ইমো আর ডায়ানা কাট। তবে যাদের গলা লম্বা এবং কাঁধ চওড়া, তাদের চুল ছোট না করাই ভালো বলে জানালেন তিনি।

ছোট চুলে ছাঁট হলে দেশি ধাঁচের সাজপোশাক কি মানাবে? এমন ভাবনায় যারা আছেন, তাদের জন্য সুখবর দিয়েছেন যাত্রার ডিজাইনার মাধুরী সঞ্চিতা। ছোট চুলের সাজে চেহারায় আনা যায় স্মার্ট এবং শৈল্পিক ভাব এমনটাই জানালেন তিনি। ছোট চুলের সঙ্গে হাইনেক অথবা ব্যান্ড কলারের স্স্নিভলেস বস্নাউজটা খুব মানিয়ে যায়। এ ধরনের নকশায় একরঙা কাতান কাপড়ের তৈরি বস্নাউজের সঙ্গে পরতে পারেন জামদানি অথবা তাঁতের শাড়ি। উজ্জ্বল রঙের লিপস্টিকের সঙ্গে চোখে হালকা কাজল আর মাশকারায় ফুটে উঠবে আভিজাত্যের সাজ। কুর্তা আর ঢোলা কামিজের সঙ্গে পালাজ্জোর পাশাপাশি স্কার্টটাও বেশ মানিয়ে যায় ছোট চুলের সঙ্গে। এ ক্ষেত্রে কামিজ বা কুর্তার গলায় পেস্নট কলার আর সামনের দিকটা কাটা হলে ভালো দেখাবে। এ সময় হাতে জড়িয়ে নিতে পারেন কয়েক লহরের মালা। অনেকের ধারণা, ছোট চুলের সঙ্গে বড় টিপটা একেবারেই মানায় না। এই ধারণাটা একেবারেই ঠিক নয় বলে জানালেন স্মৃতি। বরং শুধু একটা বড় গোল টিপ আর নথের সাজেই চেহারায় ফুটে উঠতে পারে শৈল্পিক ভাব। এই ধরনের চুলের কাটে লম্বা হাতার পোশাক, জমকালো কানের দুল এবং গলার অলঙ্কার না পরাই ভালো বলে জানালেন স্মৃতি। এ ক্ষেত্রে কানে পরতে পারেন ছোট পাথর বা রুপার ওপর মিনা করা টপ। এদিকে ছোট চুল যাদের, তারা অনায়াসেই পরতে পারেন টিউনিক, শর্ট টপস, টি-শার্ট আর গেঞ্জির মতো পাশ্চাত্য ঘরানার পোশাকগুলো।

ছোট চুলে একটু ফাংকি লুক আনতে এক রঙা প্যান্টের সঙ্গে বেছে নেয়া যেতে পারে স্ট্রাইপ বা হিজিবিজি নকশার খাটো কোনো টপ বা টিউনিক। চাইলে জিন্স আর টি-শার্টের ওপরে পরতে পারেন চেক কাপড়ের শার্ট। আলাদা কোনো অলঙ্কারে নয়, বরং রংচঙে নকশার একটা স্কার্ফকে গলায় মাফলারের মতো জড়িয়ে দিলে পুরো চেহারায় ফুটে উঠবে স্মার্ট লুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41225 and publish = 1 order by id desc limit 3' at line 1