logo
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫

  রঙ বেরঙ ডেস্ক   ২৬ আগস্ট ২০১৮, ০০:০০  

ছোটদের চুলের সাজ

ছোটদের চুলের সাজ
বাচ্চাদের চুলের স্টাইলে তাকে সবার মাঝে আরও সুন্দর ও আকষর্ণীয় করে তুলতে পারে। নতুন জামা-কাপড় ও জুতার সঙ্গে চুলের নতুন সাজও দিতে চায় তারা। অনেকেই মনে করতে পারেন, ছোট ছেলেমেয়েদের আবার হেয়ারস্টাইল থাকতে হবে কেন। আসলে বাচ্চাদের হেয়ারস্টাইল বলতে সহজ ও সুন্দর হেয়ার কাটকে বোঝায়, যা তাদের আরও সুন্দর করে তোলে।

ছোট ছেলেমেয়েদের বয়স ১২ বছর না হওয়া পযর্ন্ত তার সঙ্গে মানায় এরকম হেয়ারস্টাইল দেয়া উচিত। এরপর বাচ্চা একটু বড় হলে নিজেরাই পছন্দের কোনো স্টাইল নিতে চাইবে। সে ক্ষেত্রে বাবা-মায়ের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। শুধু খেয়াল রাখতে হবে, তাদের নেয়া হেয়ারস্টাইলটি যেন উগ্র না দেখায়।

যদি বাচ্চা ছেলেটি বা মেয়েটি খুব দুরন্ত হয়, তাহলে ছোট চুল রাখাই ভালো। যেমনÑ ছোটদের ক্রু কাট, বাজ কাট, স্পাইক আর মেয়েদের জন্য ববকাট, ডায়না কাট ও পিক্সি। আবার বাচ্চা মেয়েটি যদি শান্ত বা পড়ুয়া টাইপের হয়, তাহলে ট্যাপার কাট। ¯øাইট সুইপ কাট অথবা কানের দুই পাশে ও কপালের চুলগুলো অপেক্ষাকৃত বড় রেখে সামনের দিকে অঁাচড়িয়ে রাখলে ভালো মানাবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে