বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অপো এফ ৯

উন্মোচিত

য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

পঁাচ মিনিট চাজর্ দিয়ে দুই ঘণ্টা কথা বলার নতুন ফ্লাগশিপ ফোন আনলো অপো। মডেল এফ-৯। দুটি ভাসের্ন ফোনটি পাওয়া যাবে। সম্প্রতি রাজধানীর হোটেল র‌্যাডিসন বøুতে নতুন এ ফোনটির উদ্বোধন করা হয়।

২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসমৃদ্ধ এই ফোনে বিশেষ ডিসপ্লে রয়েছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ৩১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভাসের্ন অপো এফ-৯। ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ব্যাকআপের জন্য ৩৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।

জনপ্রিয় অপোর এফ সিরিজের সবের্শষ আকষর্ণ ভিওওসি ফ্ল্যাশ চাজির্ং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন। গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে অপোর উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ-৯ হ্যান্ডসেটটি সাজানো হয়েছে।

গ্র্যাডিয়েন্ট কালার সম্ভার- সানরাইজ রেড, টুয়ালাইট বøুু এবং স্ট্যারি পাপর্ল রঙে ৩১ আগস্ট থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। গ্রামীণফোনের গ্রাহকরা ফোনটি কিনে ব্যবহার করলে পাবেন ৫ জিবি মোবাইল ডাটা ফি।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, অপো এফ-৯ অপো পরিবারের সেরা স্মাটের্ফান সংস্করণ। আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মাটের্ফান ব্যবহারের সেরা অভিজ্ঞতা অজর্ন করবেন।

অনুষ্ঠানে অপোর দেশীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন।

টুইটারে বৈচিত্র্য

য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আরও বেশি ইউজাসর্ ফ্রেন্ডলি করে তুলতে নতুন দুই ফিচার আনছে টুইটার। নতুন দুটি ফিচার ছাড়াও বেশকিছু পরিবতর্ন আসছে মাইক্রো বøগিং সাইটটিতে।

টুইটার সিইও জ্যাক ডোরসে এক টুইটে লিখেছেন, ‘প্রেজেন্স’ ও ‘থ্রেডিং’ নামের নতুন দুটি ফিচার যুক্ত হতে চলেছে। প্রথমটির দ্বারা টুইটার ব্যবহারকারী যাদের ফলো করেন, তাদের এনগেজ করা সহজ হবে। দ্বিতীয়টির দ্বারা ফেসবুকের মতো থ্রেডের মাধ্যমে কোনো কথোপকথনে অংশ নেয়া যাবে।

টুইটারের হেড অব দ্য প্রোডাক্ট সারা হায়দার মনে করেন, নতুন দুই ফিচার টুইটারকে আরও বেশি ইউজাসর্ ফ্রেন্ডলি করে তুলবে।

বতর্মানে টুইটার ব্যবহারকারী সংখ্যা ৩৩ কোটির বেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১৯ কোটির বেশি।

ধারণা করা হচ্ছে, নানা পরিবতের্নর মাধ্যমে ফেসবুকের প্রপ্রি›দ্বী হয়ে উঠতে চাচ্ছে টুইটার।

ভিভোর নতুন

সংযোজন

য়বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

গত মাসেই নতুন ভিভো এক্স২০ এবং এক্স২০ প্লাস যাত্রা শুরু করেছিল চীনে। ফিচাসের্র দিক থেকে দেখলে ভিভো এক্স২০ মন্দ মোটেই নয়।

মধ্যম বাজেটের এই ফোনটি ব্যবহার করে আপনি স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর মতো শীষর্ মানের স্মাটের্ফানের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অথচ সেটির তুলনায় এটির দাম পড়বে অধেের্করও কম।

চাহিদা ভালো দেখে এবার নতুন রঙে বাজারে এলো ভিভো। চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোর মাধ্যমে এই কথা জানিয়ে দিয়েছে তারা। বø্যাক এবং গোল্ড ভেরিয়েন্টের এই ফোনের দাম পড়ছে ৩৯ হাজার ৯৯০ টাকার মতো। তবে আগের ফোনের থেকে দাম কিছুটা বেশি পড়ছে।

নতুন ভিভো ফোনটির বডি বø্যাক কালারের। কিন্তু তাতে গোল্ডেন টাচ। যেমন ভিভো ব্র্যান্ডিংয়ে সোনালি ছেঁায়া।

এ ছাড়া ক্যামেরা সেটআপ বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারেও তাই। ফোনের সাইজ অবশ্য একই রয়েছে।

তবু আরেকবার এর ফিচাসর্গুলো জেনে নেয়া যাক।

ফোনটিতে রয়েছে ৬.০১ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে ২১৬০দ্ধ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, এবং অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ২.৫ডি কাভর্ড গøাস প্রটেক্টেড। এ ছাড়াও রয়েছে অক্টাকোর ২.২ গিগাহাটর্জ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি, সঙ্গে অ্যাডেনোর্ ৫১২ জিপিইউ। র‌্যাম মিলছে চার জিবির। স্টোরেজ ৬৪ এবং ১২৮ জিবির। স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পযর্ন্ত।

ফোনে রয়েছে ১২+৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ওআইএস, এফ/১.৮ অ্যাপাচারচার, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এফ/২.০ অ্যাপারচার ও সফট এলইডি ফ্ল্যাশ। আর কানেক্টিভির মধ্যে রয়েছে ৪জি ভোল্টে, বøুটুথ ৫.০, জিপিএস এবং ডুয়াল সিম সাপোটর্। ফাস্ট চাজির্ং ৩২৪৫এমএএইচের ব্যাটারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12437 and publish = 1 order by id desc limit 3' at line 1