শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আগামী ১৪-১৬ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’ উপলক্ষে ‘আবিষ্কারের খেঁাজে-২০১৯’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

উদ্ভাবনমূলক এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে ইলেক্ট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

রেসকিউ রোবট, স্মাটর্ সিটি, হাই রাইজ বিল্ডিং সলুইশন, সিকিউরিটি সলুইশন, গ্রিন বিল্ডিং টেকনোলজিসহ ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি সম্পকির্ত যে কোনো উদ্ভাবনী প্রজেক্ট সাবমিট করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

প্রতিযোগিতা প্রসঙ্গে ইসাবের প্রেসিডেন্ট মোতাহার হোসেন খান বলেন, ‘তরুণ প্রজন্মকে নতুন উদ্ভাবনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই প্রতিবছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে। সেই লক্ষ্যে এ বছর আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এই বিষয়ে যারা প্রফেশনাল ও অভিজ্ঞ তারা তাদের টিম আকারে প্রজেক্ট সাবমিট করবে। ভালো প্রজেক্টগুলোকে পরবতীের্ত আমরা সহায়তা করার চেষ্টা করব।’

এই আয়োজনের প্রধান সমন্বয়ক জাকির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিযোগীদের জমাকৃত প্রজেক্টগুলো থেকে ভালো ৩০টি প্রজেক্ট বিচারকদের মাধ্যমে যাচাই-বাছাই করে চ‚ড়ান্ত পবের্র জন্য নিবাির্চত করা হবে। চ‚ড়ান্ত পবের্ চ্যাম্পিয়ন, দ্বিতীয় রানাসর্আপ এবং প্রথম রানাসর্আপসহ সেরা ১০টি প্রজেক্ট নিবাির্চত করা হবে।’

সেরা ১০টি প্রজেক্ট সুযোগ পাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাির্তক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪-১৬ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে অংশগ্রহণের। এ ছাড়া পাবে অভিজ্ঞ মেনটরদের মাধ্যমে মেনটরিং সুবিধা এবং প্রজেক্ট বাস্তবায়নের সহযোগিতা, বিভিন্ন ইনভেস্টরদের সঙ্গে মিটিংয়ের জন্য সহযোগিতা, জাতীয় এবং আন্তজাির্তক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে দিক-নিদের্শনা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূণর্ ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট: যঃঃঢ়://নরঃ.ষু/ঊঅকথঊ১৯

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<35816 and publish = 1 order by id desc limit 3' at line 1