বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

'সুপার অ্যাপ' হওয়ার লক্ষ্য

পার্বনী দাস
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

বাংলাদেশে 'সুপার অ্যাপ' হওয়ার লক্ষ্য নিয়ে রাইড শেয়ারিং অ্যাপ সহজ এবার চালু করেছে ফুড ডেলিভারি সেবা। আজ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। দুই মাস আগে সেবাটির পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছিল। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিকেটার তাসকিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রেস্টুরেন্ট এবং ডেলিভারির মানের ওপর ভিত্তি করে সহজ ফুড ডেলিভারি পার্থক্য গড়ে তুলেছে। ইতোমধ্যেই ঢাকা শহরজুড়ে ১০০০ এরও বেশি রেস্টুরেন্টকে সহযোগী করা হয়েছে এবং মে ২০১৯-এর মধ্যে এই সংখ্যা ২ হাজারে পৌঁছাবে। মানসম্মত ডেলিভারি নিশ্চিত করতে ১ হাজারেরও বেশি ডেলিভারি প্রদানকারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং যথাযথ পোশাক এবং বিশেষ থার্মাল ডেলিভারি ব্যাগসহ প্রস্তুত করা হয়েছে। বর্তমানে পুরো ঢাকা মেট্রোপলিটন শহরে সেবা প্রদান করা হচ্ছে এবং আগামী মাসে চট্টগ্রামে এই সেবা চালু করা হবে। ৪০ মিনিটে ডেলিভারি করা হবে বলে অঙ্গীকার করছে সহজ।

সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, 'আমরা বাংলাদেশের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করছি; এমন একটি অ্যাপ যা দৈনিক সব প্রয়োজনের সমাধান করতে পারবে। গত এক বছরে আমরা সফলভাবে ঢাকা ও চট্টগামে রাইড শেয়ারিং সেবা পরিচালনা করে আসছি। আমাদের সার্বিক কৌশলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাবার ডেলিভারি এবং এই সেবা নিয়ে আসতে পেরে আমরা বেশ আনন্দিত। রেকর্ড সময়ের মধ্যে আমরা ১ হাজারেরও বেশি রেস্টুরেন্টকে সহযোগী করেছি, যা আমাদের কাজের গতি এবং আমাদের প্রতিজ্ঞবদ্ধতার পরিচায়ক। রেস্টুরেন্টগুলোর সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি যেন গ্রাহকরা সর্বোত্তম সেবা লাভ করতে পারে। আর আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ডেলিভারি প্রদানকারীরা মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।'

সহজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, 'বাংলাদেশের আপামর জনতার জীবন সহজ করার প্রতিজ্ঞাবদ্ধতায় গত ৪ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সহজ। তারা বেশ দ্রম্নতগতিতে এগিয়ে যাচ্ছে এবং সহজ ফুডসের এ আনুষ্ঠানিক উদ্বোধন তারই পরিচায়ক। এমন একটি চমৎকার পস্নাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।'

সংবাদ সম্মেলনে সহজ ফুডের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি 'মাথা নষ্ট ফুড ফেস্ট'- ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়। যা চলবে ১৩-১৯ মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালে অ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট রেস্টুরেন্টগুলো থেকে অর্ডার করে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এ ছাড়া ১ হাজারটি রেস্টুরেন্ট এবং ৩০ হাজারটি আইটেম থেকে খাবার অর্ডার দিয়ে ব্যবহারকারীরা পাবেন ফ্রি ডেলিভারি। অর্ডারের নূ্যনতম মূল্য ঠিক করা হয়েছে মাত্র ৫০ টাকা। এই ক্যাম্পেইন শুধু সহজ অ্যাপের জন্য প্রযোজ্য।

সহজ অ্যাপটি অ্যান্ড্রয়েড পেস্ন স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42153 and publish = 1 order by id desc limit 3' at line 1