logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   ২৫ আগস্ট ২০১৮, ০০:০০  

কন্টাক্ট লেন্সে বিশেষ সতকর্তা

যদি চোখ অনেক বেশি শুকিয়ে যায় অথবা এ ধরনের অসুস্থতা দেখা দেয়, তবে চিকিৎসকের পরামশের্ চোখের ড্রপস ব্যবহার কর?া যেতে পারে।

সবোর্পরি ডিজিটাল যুগে ভীষণ ব্যস্ততার মধ্যে সুযোগ বের করে নিয়ম করে চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চোখের ব্যাপারে ডাক্তারের পরামশর্ নিতে হবে। কারণ, চোখ থাকতে চোখের মযার্দা না বুঝলে সুন্দর আলোর জগতে অন্ধকার নেমে পড়ার শঙ্কাও দেখা দিতে পারে।

দীঘর্ সময় ধরে কন্টাক্ট লেন্স পরে থাকা যাবে না। আবার যেখানে-সেখানে ফেলেও রাখা যাবে। রাখলে লেন্স বা চশমায় ময়লা জমতে পারে, তাতে চোখে বাড়তি নানা ধরনের সংক্রমণ দেখা দিতে পারে। কিছু কিছু সংক্রমণ অন্ধত্বের দিকেও ঠেলে দিতে পারে।

আপনি যদি অনেক বেশি সময় ডিজিটাল ডিভাইসের পদার্য় তাকিয়ে থাকেন, তবে চোখ শুকিয়ে যেতে থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকলে এ ঝামেলা আরো বেশি হবে। এ ঝামেলা থেকে বঁাচতে নিয়ম করে চোখকে বিশ্রাম দিতে হবে। যেমন হতে পারেÑ ডিভাইস ছেড়ে একটু দূরে তাকান। অথবা আধা ঘণ্টা পরপর কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে রাখুন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে